ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১১ বিকাল

ছবি: সংগ্রহীত

বহুল আলোচিত ইসলামী বক্তা ড. জাকির নায়েকের নভেম্বরের শেষ সপ্তাহে নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত পিছিয়ে গেছে।

আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এই সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী মার্চে নতুন তারিখে অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বনানীর হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও আলি রাজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের গণসমাবেশে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে—এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রোগ্রামটি স্থগিত করার নির্দেশ এসেছে।

আলি রাজ জানান, ৪ নভেম্বর রাতেই তারা একটি জাতীয় পত্রিকার মাধ্যমে স্থগিতাদেশের বিষয়ে জানতে পারেন। তার ভাষায়, “সব সরকারি অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করার পরেও এত কম সময়ে এমন সিদ্ধান্ত আসাটা আমাদের জন্য হতাশাজনক।”

গত কয়েক বছর ধরে ড. জাকির নায়েককে বাংলাদেশে আনতে কাজ করে আসছিল স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন জেলায় লেকচার আয়োজনের পরিকল্পনা ছিল। প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল, আর এতে বিনিয়োগ হয়েছিল কোটি কোটি টাকা।

শেরাটন হোটেলে আলি রাজ জানান, প্রথমে আর্মি স্টেডিয়াম, পরে বাণিজ্যমেলা মাঠ এবং সর্বশেষ বাংলাদেশ প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানস্থল হিসেবে চূড়ান্ত করা হয়েছিল। ভারত ও মালয়েশিয়া থেকে প্রায় ৯০ সদস্যের একটি টিমও আসার প্রস্তুতি নিয়েছিল, যাদের প্রয়োজনীয় লজিস্টিকের বেশ কিছু অংশ বাংলাদেশে পৌঁছেও গেছে।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি ইসলামিক লেকচার প্রোগ্রাম ছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তকে তারা সম্মান জানালেও, এত বড় আয়োজন শেষ মুহূর্তে থেমে যাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছে।

তবে প্রতিষ্ঠানটির দাবি—অনুষ্ঠান বাতিল হয়নি, কেবল স্থগিত। সরকারের অনুমতি পেলে নির্বাচনের পর মার্চে নতুনভাবে আয়োজনের প্রস্তুতি নেবে তারা।

Link copied!