ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সুন্দরবনের পশুর নদীতে ভাসমান ৪২ যাত্রীকে নিরাপদে উদ্ধার করলো কোস্ট গার্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল

ছবি: সংগ্রহীত

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বাংলাদেশ কোস্ট গার্ড উদ্ধার করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল, বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষ করে দুইটি ইঞ্জিনচালিত বোট যাত্রীদের সঙ্গে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।

বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে হারবারিয়া স্টেশন থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও তাতে থাকা ৪২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। পরে তাদের ও বোট দুটি জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় উপকূলীয় এলাকায় উদ্ধার ও জনসেবা কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর।”

Link copied!