টানা প্রবল বর্ষণে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রায় তিন শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে।
এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। গত সপ্তাহজুড়ে দক্ষিণ থাইল্যান্ডের অন্তত ১০টি প্রদেশে নজিরবিহীন বৃষ্টি নেমেছে। বিশেষ করে মালয়েশিয়া সীমান্তঘেঁষা হাত ইয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—যা প্রায় ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে বিবিসি।
অভূতপূর্ব এই বৃষ্টি ও সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ ছাড়িয়েছে। কিন্তু আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছে মাত্র ১৩ হাজার মানুষকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক এলাকায় পানির উচ্চতা এতটাই বেড়েছে যে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতেই পারছে না।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী উদ্ধারকাজে নেমেছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে ও আটকে পড়া মানুষদের উদ্ধারে একটি বিমানবাহী রণতরীসহ ১৪টি নৌযানের সমন্বয়ে বিশেষ ফ্লোটিলা মোতায়েন করা হয়েছে।
পানিতে ডুবে যাওয়া শহরগুলোতে হেলিকপ্টার ও যুদ্ধজাহাজের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :