ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

চুয়েটে আন্তঃহল ভলিবলে চ্যাম্পিয়ন কবি কাজী নজরুল ইসলাম হল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:০১ দুপুর

ছবি: চ্যাম্পিয়ন টিম কবি কাজী নজরুল ইসলাম হলকে ট্রফি তুলে দিচ্ছেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি কাজী নজরুল ইসলাম  হল, রানার্স আপ হয়েছে মুক্তিযোদ্ধ হল। আজ ৩০ নভেম্বর (রবিবার) ২০২৫ খ্রি. অনুষ্ঠিত ফাইনালে কবি কাজী নজরুল ইসলাম  হল ২৫-২৩, ২১-২৫ ও তৃতীয় সেট ১৫-১১ পয়েন্টে ২-১ সেটে মুক্তিযোদ্ধা হলকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মো: ফয়সাল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফাহিম জামান।
 
ফাইনাল শেষে চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। চুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
 
ম্যাচের কো-অর্ডিনেটর ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক  অধ্যাপক ড. আবু মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। ম্যাচ পরিচালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকতা জনাব মো. জিলহাজ উদ্দিন ও  জনাব মো. ইয়াসির আরাফাত।
 

Link copied!