ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

উদ্বোধনী দিনেই মাঠে নামছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৩ দুপুর

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত মাঠ কাঁপাতে চলেছে, যার পূর্ণ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের আসরে তিন ভেন্যু—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—জুড়ে অনুষ্ঠিত হবে মোট ৩৪টি ম্যাচ, আর প্রথম পর্ব শুরু হবে সিলেট থেকেই। উদ্বোধনী দিনে দুপুরে সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স, আর রাতের খেলায় প্রথমবারের মতো বিপিএলে অভিষেক করতে নামবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, যাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

সিলেটে ৭ দিন অবস্থান করলেও খেলা হবে ৬ দিন, মোট ম্যাচ সংখ্যা ১২। একইভাবে চট্টগ্রাম পর্ব শুরু হবে ৫ জানুয়ারি এবং শেষ হবে ১২ জানুয়ারি—এই পর্বেও ৮ দিনের অবস্থানে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। ফাইনালসহ এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ঢাকায়, যেখানে ম্যাচ সংখ্যা তুলনামূলক কম—মোট ১০টি। ঢাকার পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি এবং প্রথম দিনই আবার মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি রাত ৭টায় হবে জমকালো ফাইনাল, যেখানে রাখা আছে রিজার্ভ ডে। তিন পর্বের বিশদ সূচি অনুযায়ী প্রতিটি দলের ম্যাচ সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা বিপিএল ২০২৬–এর প্রতিযোগিতাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।


 

Link copied!