ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

অধরা খান এখন ঋতুকামিনী'র অপেক্ষায়! 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল

অধরা খান

ঢাকার চলচ্চিত্রের 'মাতাল'খ্যাত নায়িকা অধরা খান এখন 'ঋতুকামিনী'র জন্যে অপেক্ষা করছেন। অবাক করা তথ্য হলো - এই ঋতুকামিনী কিন্তু অন্য কেউ নন, তিনি নিজেই।

'মাতাল' ছবির নাম ভূমিকায় মাতাল চরিত্রে অভিনয় করে আলোচিত - প্রশংসিত উঠতি তারকা অধরা খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র হলো 'ঋতুকামিনী'। এই ছবিতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন এই গ্ল্যামার গার্ল। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। খুব শীঘ্রি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।  অধরা খান ঋতুকামিনী ছবিটি নিয়ে জানিয়েছেন, এটি একটি পরিপূর্ণ চলচ্চিত্র, যা হলে গিয়ে দেখার জন্য দর্শকদের মতো আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি এটি মুক্তি পেলে দর্শকের ভালোবাসায় সিক্ত হতে পারবো। 

অধরা জানান, এই ছবিতে একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এতে তার সঙ্গে নায়ক চরিত্রে অভিনয় করেছেন টিভি তারকা সজল। ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ আরও অনেকে।

অধরা খান অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো মুক্তি পাওয়া নায়ক, মাতাল, পাগলের মতো ভালোবাসি, সুলতানপুর ইত্যাদি। এ সব সিনেমাই মুক্তি পেয়েছে। ছবিগুলোতে অধরা'র অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত 'দখিন দুয়ার' নামের আরেকটি ছবি।

Link copied!