ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫

মোঃ শাহাদাৎ হোসেন

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ০৮:০২ রাত

ছবিঃ সংগ্রহীত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১২৫-এ, যা পরিবেশ ও বনজ জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুন্দরবন শুধু বাঘের আবাসস্থলই নয়, এটি পর্যটকদের জন্যও এক আকর্ষণীয় গন্তব্যস্থল। গত দেড় বছরে সুন্দরবনের বিভিন্ন স্থানে পর্যটকরা সরাসরি তিন থেকে চারবার বাঘের দেখা পেয়েছেন এবং কেউ কেউ ক্যামেরাবন্দি করেছেন। ২০১৪ সালের ১০৬টি থেকে ২০১৮ সালে সংখ্যা বেড়ে ১১৪ এবং সর্বশেষ ২০২৪ সালের জরিপে বেড়ে ১২৫টি বাঘের উপস্থিতি ধরা পড়ে। বিশ্ব বাঘ দিবস-২০২৫ এ ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলেও, চোরাশিকার ও প্রাকৃতিক আবাসস্থলের ধ্বংস এখনও বাঘদের জন্য বড় হুমকি। বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান বলেন, বাঘের সংরক্ষণের জন্য তাদের আবাসস্থল ও প্রধান শিকার হরিণের জনসংখ্যা রক্ষা করা জরুরি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী পাচারকারী ও চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বনসম্পদ নির্ভর জীবিকার পরিবর্তে বিকল্প উপার্জনের সুযোগ তৈরি করতে হবে। মানুষের সঙ্গে বাঘের সংঘাত বেড়ে যাওয়ায় সুন্দরবন সংলগ্ন এলাকায় সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলা প্রয়োজন। বিশ্বব্যাপী বাঘের সংখ্যাও একশ বছরের মধ্যে ব্যাপক হ্রাস পেয়েছে; আজ মাত্র ১৩টি দেশে প্রায় ৫,৬০০টি বাঘ বেঁচে আছে। সুন্দরবনের বাঘ সংরক্ষণ ভবিষ্যতের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি কাজ।

Link copied!