ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শঙ্কা নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৫ দুপুর

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘ সফর অত্যন্ত সফল হয়েছে। জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এ সফর। রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সফর নিয়েও আমরা সন্তুষ্ট।”

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশের জনগণের প্রত্যাশা পূরণে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী দলের হাইকমান্ডের নির্দেশনায় বিএনপি এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “অন্তর্ভুক্তিমূলক এই সফর আন্তর্জাতিক মহলে জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি। দেশের গণতন্ত্রে উত্তরণের পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে। জাতিসংঘ অধিবেশনের বাইরেও যেসব সংলাপ হয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।”

Link copied!