ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

আজ হিমির জন্মদিন

রকিবুল ইসলাম আফ্রিদি, বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৫১ রাত

জান্নাতুল সুমাইয়া হিমি

বর্তমান প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।  ‘গ্ল্যামার গার্ল’ নামেও পরিচিত হিমি। ছুটে চলেছেন আপন মহিমায়। তার নাটক প্রকাশ পাওয়ার সাথে সাথে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তার শতাধিক নাটক রয়েছে ইউটিউবে। তার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের সংখ্যাই বেশি। ছোটবেলা থেকে গান, নাচ, আবৃত্তি নিয়ে নিজেকে তৈরি করলেও বর্তমানে মডেলিং ও অভিনয় নিয়ে তার ব্যস্ততা। অভিনয়ের পাশাপাশি নাচটাও নিয়মিত চর্চা করে যাচ্ছেন হিমি।

আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপন করছেন পরিবার ও কাছের মানুষের সঙ্গে। ভক্তদের কাছ থেকেও শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন জান্নাতুল সুমাইয়া হিমি।


হিমি কচিকাঁচা, ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাচ ও সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। যা সম্ভব হয়েছে পরিবারের পরিপূর্ণ সমর্থন ছিলো বলেই। এক কথায় সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই তার বেড়ে ওঠা। বর্তমানে দর্শক তাকে অভিনয়শিল্পী হিসেবে চিনলেও নাচ, গান ও আবৃতির দক্ষতাও রয়েছে তার। এক কথায় বলা যায় অলরাউন্ডার। নাচের ক্ষেত্রে মোটামুটি দক্ষ হিমি। ক্লাসিক্যাল নৃত্য রপ্ত করেছেন তিনি। মোট কথা নিজেকে গুছিয়ে নিয়েছেন অল্প অল্প করে।


এর আগে গান, নাচ নিয়ে থাকলেও হিমির শুরুটা একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে। ২০১৪ সালে ওই রিয়েলিটি শো’র মাধ্যমে মিডিয়ায় হিমির আগমন ঘটে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেন হিমি। শুধু ছোট পর্দায় নয়, শুরুতে কলকাতার রেশমী মিত্রের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রেও অভিনয় করার সুযোগ পান এ তারকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে হিমি ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রে ওপার বাংলার দেবশ্রী রায়ের যুবতী বয়সের চরিত্রে অভিনয় করেন। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নিয়ে হিমি আরও বেশি আলোচনায় আসেন। যা অনেকেরই জানা আছে।

Link copied!