ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ও নির্বাচন ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ রাত

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

 

এ সময় আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

 

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতিসংঘে আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!