ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
সাংবাদিকতা থেকে সুরের জগতে

রনির কণ্ঠে হৃদয়ের সুর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল

রনির কণ্ঠে হৃদয়ের সুর

গোপালগঞ্জের সমাজকর্মী ও সাংবাদিক আজিজুর রহমান রনি (এ.আর. রনি) এখন সংগীতপ্রেমীদের কাছে নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন, গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল রনির। স্কুলজীবনে স্বপ্ন দেখতেন, নিজের লেখা গান নিজের সুরে গাইবেন। ব্যস্ত জীবনের ফাঁকেও সেই স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন তিনি।

যেখানে নেই উন্নত কোনো রেকর্ডিং স্টুডিও বা আধুনিক বাদ্যযন্ত্র, সেখানেই ছোট্ট একটি ঘরকেও রনি বানিয়েছেন তার সুরের কারখানা। নিজের লেখা ও সুর করা দুটি গান ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। গোপালগঞ্জ ডিভার্সিটি স্টুডিও থেকে প্রকাশিত ‘সোনা বন্ধু পর করিয়া গেছে আমায় ছেড়ে’ এবং গোপালগঞ্জ মিডিয়া সেন্টার (জিএমসি) থেকে প্রকাশিত ‘পাখি আসবে না আর ফিরে’ এই দুটি গান প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

তার গানের কথায় যেমন থাকে গভীর ভাব, তেমনি সুরে মিশে থাকে আত্মিক স্পর্শ। কখনও বিরহ, কখনও ভালোবাসা, আবার কখনও ভিন্ন এক রোমান্টিকতার আবেশ। শ্রোতারা বলছেন, রনির কণ্ঠে একধরনের সহজাত মায়া আছে যা শুনলেই মন ছুঁয়ে যায়।

সাংবাদিকতা ও সমাজসেবার পাশাপাশি এখন সংগীতকেই নিজের ভালোবাসা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের লেখা ও সুর করা গান দিয়ে দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করাই এখন তার লক্ষ্য।

রনি বলেন, ‘গোপালগঞ্জে উন্নত প্রযুক্তি না থাকলেও মন চাইলে স্বপ্ন থেমে থাকে না। আমি চাই, আমার গান মানুষের মনে থেকে যাক, এইটুকুই স্বপ্ন।’

আগামীতে উন্নত প্রযুক্তির সহায়তায় নতুন নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে এআর রনির। স্থানীয় সংগীতাঙ্গনের অনেকেই বলছেন, গোপালগঞ্জের এই তরুণ সুরকারের হাত ধরেই হয়তো তৈরি হবে নতুন এক সংগীতধারা।

Link copied!