ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদলের ৯ দফা অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪৫ বিকাল

ছবিঃ সংগ্রহীত

রাজপথে রক্তে লেখা গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নবতর প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে ৯ দফা প্রতিশ্রুতি। গণআন্দোলনের চেতনাকে সামনে রেখে এই রাজনৈতিক ছাত্র সংগঠনটি বলেছে, তারা ছাত্র-জনতার স্বপ্ন পূরণে নিবেদিত থাকবে, আর কোনো ফ্যাসিবাদী শাসন যেন দেশে ফিরে না আসে, সে লক্ষ্যে তারা সর্বদা সোচ্চার থাকবে।

রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিশাল সমাবেশে ছাত্রদল এই ৯ দফা তুলে ধরে। বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক নিপীড়ন, গেস্টরুম-গণরুমের মতো মধ্যযুগীয় নির্যাতন প্রথা চিরতরে বিলুপ্ত করতে হবে। ছাত্রদলের দাবি—কোনো শিক্ষার্থীকে আর যেন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা না হয় এবং মতভিন্নতার কারণে নির্যাতনের শিকার না হতে হয়।

দ্বিতীয় দফায় তারা প্রতিশ্রুতি দেয়, আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল নিরলসভাবে কাজ করবে।

তৃতীয় দফায় ছাত্রদলের অঙ্গীকার, ধর্ম-বর্ণ-জাতিসত্তা-লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং সাম্যের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে তারা নেতৃত্ব দেবে। নারীর অংশগ্রহণ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি জোরালো পদক্ষেপ নেবে।

চতুর্থ দফায় তারা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে সম্পৃক্ত করে একটি আধিপত্যবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতিনির্ভর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে ছাত্রদল একটি সার্বজনীন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নে যুক্ত থাকবে।

পঞ্চম দফায় ছাত্রদল বেকারত্ব দূরীকরণের ওপর জোর দেয়। কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু করার পাশাপাশি প্রশ্নফাঁস ও দুর্নীতিমুক্ত পরীক্ষাব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এতে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।

ষষ্ঠ দফায় মাদকমুক্ত ক্যাম্পাস গঠনের কথা বলা হয়। ছাত্রদল জানায়, তারা মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে এবং যুবসমাজকে এই ভয়াল ছোবল থেকে মুক্ত রাখতে জনসচেতনতা তৈরি করবে।

সপ্তম দফায় ছাত্রদল ইতিহাসভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের প্রতিশ্রুতি দেয়। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯, ১৯৭৫ এর ৭ নভেম্বর, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা বাংলাদেশি জাতীয়তাবাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাবে।

অষ্টম দফায় তারা প্রতিশ্রুতি দেয়, দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় চাপ প্রয়োগ করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে।

নবম এবং সর্বশেষ দফায় ছাত্রদল বলেছে, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র গণতন্ত্রের পথকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে তারা অনড় থাকবে। মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা ছাত্রসমাজকে নিয়ে এগিয়ে যাবে।

এই ৯ দফা প্রতিশ্রুতির মধ্য দিয়ে ছাত্রদল স্পষ্ট করেছে যে তারা কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

Link copied!