জুলাই-আগস্টে দেশে ইন্টারনেট বন্ধ করে ব্যাপক গণহত্যা সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার এজাহারে দাবি করা হয়, ওই সময় ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে জনগণের চলাচল, তথ্যপ্রবাহ এবং নিরাপত্তা ব্যবস্থাকে সংকটাপন্ন করে দেশজুড়ে নানাবিধ সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটতে সহায়তা করা হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় আনুষ্ঠানিকভাবে ফরমাল চার্জ গ্রহণের নির্দেশ দেন এবং পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত জানান, মামলার নথিপত্র এবং প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পর্যবেক্ষণে অভিযোগগুলো বিচারযোগ্য পর্যায়ে রয়েছে। এই মামলাকে কেন্দ্র করে তদন্ত সংস্থা বলছে, ইন্টারনেট শাটডাউনের ফলে দেশব্যাপী যে দমন-পীড়ন, নিপীড়ন ও সহিংসতার অভিযোগ উঠেছে, তা স্বাধীন তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে। যেখানে মামলার অগ্রগতি আসামি পক্ষে প্রতিনিধিত্ব এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

আপনার মতামত লিখুন :