ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে মেগা প্রকল্প নয়, শিক্ষা–স্বাস্থ্যেই অগ্রাধিকার: তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত

বিএনপি ক্ষমতায় গেলে নতুন কোনো মেগা প্রকল্পে যাবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ভাষায়, “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” উন্নয়নের নামে অপচয় না করে রাষ্ট্রের অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করাই হবে বিএনপির নীতি।

বুধবার বিকেলে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আইটি খাতের বাস্তবতা তুলে ধরে তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের সময়ে আইটি পার্কের নামে বহু স্থাপনা হয়েছে—যার অনেকগুলো এখন বিয়ে–শাদির অনুষ্ঠানস্থলে পরিণত হয়েছে। উদ্দেশ্য সফল হয়নি।” তিনি জানান, বিএনপি নতুন কোনো আইটি পার্ক নির্মাণে যাবে না; বরং বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে প্রকৃত তরুণ উদ্ভাবকদের সুযোগ দেওয়াই তাদের পরিকল্পনা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “মানুষ জানতে চায় বিএনপি কী করবে। আমরা সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছি। এর ৪০ শতাংশও বাস্তবায়ন করতে পারলে দেশের বড় পরিবর্তন আসবে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে। এর কোনো বিকল্প নেই। নো কম্প্রোমাইজ।” সবাইকে এখন থেকেই মাঠে নামার আহ্বান জানান তিনি।

মানবাধিকার দিবস উপলক্ষে ভাষণে তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের সময়ে বিভিন্ন পেশার মানুষ মানবাধিকার হরণের শিকার হয়েছিল। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষ যাতে নিরাপদে মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করবে বিএনপি।” তিনি বলেন, “মত প্রকাশের জন্য যেন আবরার ফাহাদ–এর মতো কারও জীবন দিতে না হয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী, এবং সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল


 

Link copied!