ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ‘পাতি নেতার ভাত  নাই’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর

ফরিদুল ইসলাম রুবেলের রচনায় ‘পাতি নেতার ভাত  নাই’

বর্তমান সমাজের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনের সময় হঠাৎ গজিয়ে ওঠা ‘পাতি নেতা’দের দৌরাত্ম্য নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘পাতি নেতার ভাত নাই’। ফরিদুল ইসলাম রুবেলের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাজীব মণি দাস।


নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘পাঙ্কু’ হিসেবে অভিনয় করেছেন তারিক স্বপন। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আঁখি চৌধুরী, শাহেলা আক্তার, কাজী রাজু, ফরিদ হোসাইন, ফাহমিদা রহমান তৃষা, প্রমুখ।


নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল জানান, কাউকে হেয় করা নয়, বরং সুষ্ঠু রাজনীতি চর্চার গুরুত্ব এবং অপকর্ম করলে যে শেষরক্ষা হয় না, সেটিই এই গল্পের মূল বার্তা।


পরিচালক রাজীব মণি দাস বলেন, “আমাদের মহল্লা বা এলাকায় প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, তারই বাস্তব চিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে। রাজনীতিতে একদল পরিবর্তন হলে আরেক দল কীভাবে সুযোগ নেয়, অর্থাৎ মুদ্রার এপিঠ-ওপিঠ—সেটিই এখানে দেখানো হয়েছে।”


নাটকটির গল্প আবর্তিত হয়েছে ‘পাঙ্কু’ নামের এক পাতি নেতাকে কেন্দ্র করে। যার নিজের নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই, অথচ তার ভাবভঙ্গি এমন যেন এমপি প্রার্থীরা তার ইশারাতেই নির্বাচনে জয়লাভ করবেন। ক্ষমতার অপব্যবহার করে পাঙ্কু বিভিন্ন নির্মাণাধীন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে বেড়ায়। রহিম সাহেব নামের এক ভদ্রলোকের নাম ভাঙিয়ে সে অপকর্ম চালিয়ে যায়।


পাঙ্কুর লোভের মাত্রা এতটাই বেশি যে, দুর্নীতির টাকায় সে প্রেমিকাকে গাড়ি নয়, সরাসরি হেলিকপ্টার কিনে দেওয়ার স্বপ্ন দেখায়। কিন্তু পাপের ঘড়া পূর্ণ হলে যা হয়—অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাকে। এর মধ্য দিয়ে নাটকে অপরাজনীতির কুফল এবং পাতি নেতাদের করুণ পরিণতি ফুটিয়ে তোলা হয়েছে।

Link copied!