ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির—ইসি সচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

ছবি: সংগ্রহীত

সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পূর্ণ আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সাক্ষাতে রাষ্ট্রপতি কমিশনের প্রতি তার সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

ইসি সচিব জানান, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতিকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তুতিসহ কমিশনের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া আলোচনায় উঠে আসে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো, প্রবাসী ভোটের সুযোগ সৃষ্টি এবং নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যেসব উদ্যোগ নিচ্ছে, সেগুলো বাস্তবায়নে রাষ্ট্রপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার মতে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করছে।

এদিকে একই দিন নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি। বৈঠক শেষে এক ঘণ্টার মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার সময় ও প্রস্তুতিমূলক তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে সিইসির নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

Link copied!