ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৫- শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হলেন শামীম জামান।

ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৫’ উপলক্ষে ১৩ নভেম্বর শনিবার জহুর হোসেন চৌধুরী  মিলনায়তন জাতীয় প্রেস ক্লাব ঢাকায়।  সেখানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পান শামীম জামান, তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) র মহাসচিব কাদের গণি চৌধুরী উপস্থিত ছিলেন এটিএন বাংলার স্যাটেলাইট চ্যানেলের উপদেষ্ট তাশিক আহমেদ।

ট্র্যাব এর সেরা অভিনেতার পুরস্কার পেয়ে শামীম জামান বলেন আমি খুবই আনন্দিত,  আসলে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায় । শামীম জামান সবাই দোয়া চান যাতে সামনের দিনগুলোতে দর্শক প্রিয় নাটক উপহার দিতে চান।

শামীম জামান এর ক্যারিয়ার মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে ৩৭ বছরের,  এ পর্যন্ত শামীম জামান প্রায় ১৪ টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন টেলিভিশনে অভিনয়  করেছেন এক হাজার থেকে দেড় হাজার নাটকে।অভিনয়ের পাশাপাশি পাঁচ শত নাটকের বেশি পরিচালনা করেছেন, এছাড়াও প্রযোজক হিসেবে অসংখ্য সফল নাটক উপহার দিয়েছেন।

বর্তমানে শামীম জামান অভিনীত ও পরিচালিত প্রতিদিনের ধারাবাহিক নাটক  শাদী মোবারক যেটি  মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

Link copied!